সকল মেনু

এবার চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

হটনিউজ ডেস্ক: চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পুরনো আইন বাতিল করে নতুন আইন করতে সংসদে পৃথক দুটি বিল পাস হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মঙ্গলবার পৃথকভাবে ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ এবং ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮’ পাসের প্রস্তাব করেন। পরে সেগুলো কণ্ঠভোটে পাস হয়।এর আগে বিল দুটির ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।গত ১৫ জানুয়ারি বিল দুটি সংসদে উত্থাপন করা হলে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৫৯ সালের ‘চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ এবং ১৯৬১ সালের ‘খুলনা ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করতে বিল দুটি পাস হয়েছে।মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে পুরনো আইন দুটি সংশোধন-পরিমার্জন করে বাংলায় নতুন আইন করতে বিল দুটি পাস করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top