সকল মেনু

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন পৌঁছেছেন

হটনিউজ ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ৮ দিনের সফরে শনিবার (৭ জুলাই) লন্ডন পৌঁছেছেন।রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান বলেন, ‘স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’ লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।আবদুল হামিদের লন্ডনে মুরফিল্ড চক্ষু হাসপাতাল ও বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা গ্রহণের কথা রয়েছে। এর আগে রাষ্ট্রপতি আজ সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির আগামী ১৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।’এর আগে ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি হামিদ গত অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে গিয়েছিলেন।আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ চোখের গ্লুকুমা সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top