সকল মেনু

বেনাপোলে হুন্ডির ৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক-১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজার থেকে ৩৬ লাখ ৮০ হাজার বাংলাদেশী টাকাসহ রেজাউল করিম (৪০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের একটি ভবন থেকে টাকাসহ তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে বিজিবি‘র একটি টহল দল বেনাপোল বাজারস্থ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবন এর ৩য় তলায় ২১২ নম্বর রুমের ভিতর হতে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি ব্যাগের মধ্যে রাখা নগদ ৩৬ লাখ ৮০ হাজার বাংলাদেশী টাকাসহ রেজাউল করিমকে আটক করা হয়। আটককৃত টাকাসহ আসামীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top