সকল মেনু

তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন শেখ হাসিনাকে

হটনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এই টেলিফোন করেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, ‘১৮ মে প্যালেস্টাইনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে।’ এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে তিনি আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি একটি সময়োচিত পদক্ষেপ।’

মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরাইলের শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘন।’ জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top