সকল মেনু

মিয়ানমারের ধর্মীয় সম্প্রীতি রেখে রাষ্ট্র পরিচালনার শিক্ষা নেওয়া উচিত : প্রধানমন্ত্রী

হটনিউজ ডেস্ক: মিয়ানমারের ধর্মীয় সম্পীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনার শিক্ষাগ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (৬ মে) সন্ধ্যায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে গণভবনে এক মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মে-ধর্মে সংঘাত, অশান্তি কোনও ধর্মই সমর্থন করে না। কিন্তু দুর্ভাগ্য, এ ধরনের ঘটনা ঘটে থাকে। যার কিছু ভুক্তভোগী আপনারাও হয়েছেন। দেখেছেন পাশের দেশ মিয়ানমারে কীভাবে রোহিঙ্গাদের ওপর অত্যাচার হয়েছিল। অমানবিক অত্যাচার। মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি। কেবল আশ্রয়ই নয়, যেন কোনও রকম সংঘর্ষ না হয়, সহিংসতা না হয়, তার ব্যবস্থাও করেছি। আমার প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের সঙ্গে কোনও রকম সংঘতে যাইনি। আলোচনার মাধ্যমে সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বিশ্বব্যাপী সবাই বাংলাদেশের প্রশংসা করছে। মিয়ানমারের শিক্ষাগ্রহণ করা উচিত কীভাবে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে রাষ্ট্র চলতে পারে। রাষ্ট্রে তাদের যে অধিকার রয়েছে, তা সংরক্ষণ করা দরকার। তাদের সুযোগ সুবিধা দেওয়া দরকার।’

বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে সব ধর্মাবলম্বীরা একসঙ্গে কাজ করেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা চাই সব ধর্মের মানুষ স্বাধীন ও সম্মানজনকভাবে তাদের ধর্ম পালন করবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে। সব ধর্মের মানুষ ধর্ম পালনে স্বাধীন থাকবে। হিংসাদ্বেষ ভুলে শান্তিতে বসবাস করবে। এই দাবি করতে পারি যে, আমরা সরকার গঠনের পর সেই পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।’

বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা নিজেরা কখনও নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়–এভাবে চিন্তা করবেন না। আপনারা চিন্তা করবেন, এই মাটি আপনাদের। এই দেশ আপনাদের। আপনারা এদেশের নাগরিক। অধিকার নিয়ে বাঁচতে হবে। মনটাকে ছোট করলে কিন্তু ছোট হয়ে যায়। মনটাকে উদার করলে উদার হওয়া যায়। আপনারা অধিকার নিয়ে বসবাস করবেন। সেভাবে চিন্তা করবেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top