সকল মেনু

শেষ হল কাব্য বিলাসের দিনব্যপি নাট্য কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস এর দিনব্যপি নাট্য কর্মশালা শেষ হল। বৃহস্পতিবার রাজধানীর কাওলাতে নিজস্ব মহড়া কক্ষে সারাদিনের এই নাট্য-কর্মশালা পরিচালনা করেন, নাট্যকার ও নির্দেশক রাহুল রাজ। আগামীতে জাতীয় শিশু-কিশোর নাট্য উৎসবকে কেন্দ্র করে কাব্য বিলাস আয়োজন করে এই নাট্য কর্মশালা। কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি, রোখসানা খানম রোজী। কর্মশালা প্রসঙ্গে নোঈম ইসলাম জানান, আগামীতে জাতীয় নাট্য উৎসব ও কলকাতার নাটক করতে এই কর্মশালা আমাদের খুব কাজে আসবে। আমাদের কপাল নাটকের জন্য বিশেষ ভাবে কর্মশালাটি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top