সকল মেনু

দুর্গাপুরে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজন কৃষ্ণ রায়, দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিভা বিকাশে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার। উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ৬টি গ্রুপে চিত্রাঙ্কন ও লোকসংগীত প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। প্রতিযোগিতায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক উস্তাদ তপন দাস, সুরুজ আলী, তোবারক হোসেন খোকন, বাসন্তী রানী সাহা, সাংবাদিক মোঃ মোহন মিয়া প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ৩২১জন প্রতিযোগি অংশ গ্রহন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top