সকল মেনু

বেনাপোলে ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল গাজীপুর মডেল স্কুলে ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে গাজীপুর মডেল স্কুলের সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার সকাল ১০ টার সময় গাজীপুর মডেল স্কুলে সাংস্কৃতিসন্ধ্যা ও পুৃরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রথম শ্রেনী থেকে অষ্টম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা দেশত্ববোধক গান পরিবেশন করে। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মডেল স্কুলের শিক্ষক মন্ডলী ও স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি ও সদস্য সহ সকল ছাত্র-ছাত্রীদের অভিবাবক গণ। গাজীপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাফ্ফার হোসেন, সহ-শিক্ষক মশিউর রহমান, হাফিজুর রহমান,মুকুল হোসেন,আব্দুল কুদ্দুস,রিপন হোসেন,নুরুল হুদা,সোরব হোসেন,মোছাঃ মমতাজ খাতুন, মাহামুদা খাতুন লাকী,হালিমা খাতুন,লাবনী খাতুন ও নাজমা বেগম। আরো উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও জাতীয় দৈনিক দিনপ্রতিদিন প্রত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল ইসলাম,সদস্য দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বেনাপোল প্রতিনিধি মোঃ সেলিম রেজা তাজ, ওয়ার্ল্ড নিউজ নেটওয়ার্ক এর বেনাপোল প্রতিনিধি মোঃ তুহিন মোড়ল, জন সংবাদ এর বেনাপোল প্রতিনিধি মোঃ লোকমান হোসেন রাসেল।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ¦ মজনুর রহমান,সহ-সভাপতি আকবার আলী,সদস্য মোঃ আব্দুল হামিদ,আমিরুল ইসলাম বাবু ও প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top