সকল মেনু

অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে পর্যটন শিল্প

হটনিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্প ব্যাপক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।  রবিবার ২৫ ফেব্রুয়ারি রাতে গুলশান ক্লাবে ‘হোয়াইট স্যান্ড রিসোর্ট’ আয়োজিত ‘হোয়াইট স্যান্ড নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হর্ষ বর্ধন শ্রীংলা বলেন, কক্সবাজার কেবল শুধু বাংলাদেশের বিউটিফুল রিসোর্ট হিসাবে পরিচিত নয়। এটি ইন্ডিয়া ও সারা বিশ্বেও পরিচিত। আমার বিশ্বাস এই হোটেল ও শপিং মলে আন্তর্জাতিক মানের সুবিধা থাকবে। এটি বাংলাদেশের পর্যটন ক্ষেত্রকে আরো বেগবান করবে। এছাড়া ‘কক্সবাজারে এই প্রথম আন্তর্জাতিক মানের শপিং মল ও তারকা হোটেল গড়ার মত স্বপ্নের উদ্যোগ নেওয়ার জন্য আমি আনন্দিত। এটি বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধি ও অবস্থান উন্নয়ন হবে। অনুষ্ঠানে ২০ হাজার স্কয়ার ফিট এর একটি বাণিজ্যিক এরিয়ার বুকিংয়ে স্বাক্ষর শেষে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল-হাসান বলেন, আশা করি এ যাত্রা সাফল্যের সাথে চলবে। দীর্ঘ দিন ধরে চলবে। আমি গর্বিত একজন সদস্য হতে পেরে। ভাষার মাসকে স্মরণ করে চলচিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, আমাদের নিজ নিজ অবস্থান থেকে তার জন্য চেষ্টা চালাতে হবে, কাজে লাগাতে হবে। হোয়াইট স্যান্ড রিসোর্ট লিঃ এর চেয়ারম্যানের মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইমপোটার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের প্রেসিডেন্ট আতুল কুমার, ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য ফাহমি গুলন্দাজ বাবেল সহ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top