সকল মেনু

বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন এর আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হটনিউজ ডেস্ক: বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন (বিএসআই) এর আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেনানিবাসস্থ মিলিটারী উইং প্রশিক্ষণ মাঠ, সিওডি’তে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো: মোজাম্মেল হক, কমান্ড্যান্ট, সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপো (সিওডি), ঢাকা সেনানিবাস এবং চেয়ারম্যান, গভর্ণিং বডি, বিএসআই ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মোসা: রওশন আরা খন্দকার। প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার. মো: মোজাম্মেল হক এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে: কর্ণেল মো: জি.আর. জাহাঙ্গীর (অব:) তাদের প্রদত্ত বক্তব্যে, খেলাধুলার গুরুত্ব ও ছাত্র-ছাত্রীদের চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন । উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্ট শেষে বিএসআই শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয় ।এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআই-এ অধ্যয়ণরত শিক্ষার্থী, শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকগণ ও ঢাকা সেনানিবাসের বিভিন্ন সামরিক ও বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top