সকল মেনু

রোহিঙ্গা পুর্নবাসনে ১০৮ কোটি টাকা সহায়তার ঘোষণা সুইস প্রেসিডেন্টের

হটনিউজ ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে সুইজারল্যান্ড বাংলাদেশে পাশে আছে, ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট অ্যালেন বারসেট। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’দেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ কথা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে ওপর জোর দেন।এর আগে বেলা ৩টায় সুসজ্জিত মোটর শোভাযাত্রায় অ্যালেন বারসেট প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান। তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একান্ত বৈঠকে বসেন দুই নেতা। বাংলাদেশ সফরে আসায় সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুস্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

এরপর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী স্বাধীনতার পর পরই বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে সুইজারল্যান্ডের সহযোগিতার কথা স্মরণ করে ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বহাল রাখার আহ্বান জানান। এসময় সুইস প্রেসিডেন্ট বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশ সঠিক পথ এগুচ্ছে উল্লেখ্য করে, এ সংকটে সুইজারল্যান্ড পাশে থাকবে বলে জানান। সেই সঙ্গে রোহিঙ্গা পুর্নবাসনে ১০৮ কোটি টাকা সহায়তার ঘোষণা দেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top