সকল মেনু

ঘুষসহ আইডিআর অফিসার আটক

Goush-0120130805114425অর্থনৈতিক প্রতিবেদক হটনিউজ২৪বিডি.কম,ঢাকা, ৫ আগষ্ট: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) এক কর্মকর্তাকে ঘুষসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটক মোতালেব হোসেন আইডিআরের জুনিয়র অফিসার।
সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় হোটেল পূর্বানী থেকে ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়।

দুদক পরিচালক মেজর ইমরান, উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান এবং সহকারী পরিচালক ফজলুল হকসহ ৫ সদস্যের একটি টিম অপারেশনে অংশ নেন।

দুদক উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জানান, রিয়ালাইন্স ইন্স্যুরেন্স পরিদর্শনকালে অডিটের দায়িত্বে থাকা আইডিআরের মোতালেব হোসেন অফিস নথি-পত্রে কিছু অনিয়ম খুঁজে পায়।
এ সময় তিনি রিয়ালেন্সের শাখা ব্যবস্থাপক মহসিন হোসেনের কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন এবং হুমকি দেন টাকা না দিলে অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন। দেন দরবার শেষে ঘুষ ঠিক হয় দেড় লক্ষ টাকা।

বিষয়টি দুদককে জানানো হলে পরিকল্পনামতো আজ হোটেল পূর্বাণীর নির্ধারিত স্থানে ঘুষের টাকা নিয়ে আসেন মহসিন হোসেন। সেখানে হাতেনাতে ঘুষসহ গ্রেফতার করা হয় তাকে।

দুদক সহকারী পরিচালক ফজলুল হক বাদি মতিঝিল থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন।
বর্তমানে মোতালেব মতিঝিল থানা হেফাজতে রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top