সকল মেনু

চলতি বছরের মধ্যে ঘরে ঘরে – সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

হটনিউজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চলতি বছরের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য ফিরোজা বেগমের (চিনু) এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছরে সারাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৮ লাখ বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। বিদ্যুৎ বিহীন (অফগ্রীড) এলাকার মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে। তিনি বলেন, বিদ্যুতের অবৈধ সংযোগ রোধ এবং বিদ্যুৎ সেবাকে আরো আধুনিকীকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি দলের সদস্য নুরুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকার দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। ওই এলাকায় ১১টি সাবস্টেশন ও একটি গ্রীড স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা কাজ শুরু করতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top