সকল মেনু

চিরিরবন্দরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ এবং গৃহীত উন্নয়ন কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ৩দিনব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়,সাংগঠনিক সম্পাদক অজিমউদ্দিন গোলাপ সরকার,উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য প.প অফিসার ডা: আজমল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মর্তূজা আল মামুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবাইদুর রহমান,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারেসুল ইসলাম,উপজেলা আওয়মীলীগের সদস্য রোমান সরকারসহ সকল সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি বিভাগের ৩০টি ষ্টলে উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top