সকল মেনু

দারিদ্রকে হার মানিয়ে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন

picture Abul Basarনরসিংদী প্রতিনিধি:দারিদ্রকে হার মানিয়ে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন আবুল বাশার নামে এক মাদ্রাসার ছাত্র। পরিবারের অভাব অনটন সংসারের দায়িত্বভার কাধে নিয়ে ছাত্র পড়িয়ে ও মসজিদে ইমামের দায়িত্বে চাকুরী করে দাখিলের পর এবারও আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার বটতলী খামার পাড়া গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুল হকের পুত্র আবুল বাশার। পরীক্ষার পূর্বে এলাকার আধিপত্য দুষ্টচক্রের মিথ্যা এক মামলার আসামী হয়ে হাজত বাস করে পরীক্ষায় অংশ গ্রহণ করে আবুল বাশার। শুধু তাই নয় বিছানার কাতরানো অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের খচরসহ নিজের লেখাপড়ার খরচ চালিয়ে করিমগঞ্জ আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। সে গতবছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায়ও একই মাদ্রসা হতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। ভবিষ্যতে সে একজন বিশিষ্ট আইনজীবী হয়ে সমাজের সেবা করতে চান। যদি সমাজের সুহৃদয়বান ব্যক্তিরা তার উচ্চ শিক্ষা পথে সহযোগিতার হাত বারিয়ে দেন তাহলে তার কাঙিখত লক্ষ্য সফল হতে পারে। সে বর্তমানে করিমগঞ্জ বায়তুস শরীফ জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top