সকল মেনু

কুয়াশা দুপুরেও থাকবে

হটনিউজ ডেস্ক: পৌষের শীতে মধ্যরাত থেকেই ঢাকাসহ সারাদেশে কুয়াশা পড়ছে। মাঝারি থেকে ঘন কুয়াশা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। ফলে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

গতকাল (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ৩০.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চুয়াডাঙ্গা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ (শুক্রবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৫টা ২১ মিনিটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top