সকল মেনু

দেশের ২ লাখ ১০ হাজার ভূমিহীন পরিবারকে ঘর নির্মান বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা

জামালপুর প্রতিনিধি: দেশের ২ লাখ ১০ হাজার ভূমিহীন পরিবারকে ঘর নির্মান বাস্তবায়ন করে দেওয়ার লক্ষ্যে জামালপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের সহায়তায় ও জেলা প্রশাসনের সহায়তায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক আবুল কালাম শামসুদ্দিন,সহকারী পরিচালক মোঃ রবিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাসেল সাবরিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মাহমুদ ,আরডিসি রাজিয়া সুলতানা সহ আরো অনেকে। এ সময় বক্তারা দেশের ৬৪টি জেলায় ভূমিহীন পরিবারকে সনাক্ত করার মাধ্যমে ২ লাখ ১০ হাজার পরিবারকে ঘর নির্মান করে তাদের পূনঃবাসনের বিষয়ে আলোকপাত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top