সকল মেনু

ভবদহ সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত

হটনিউজ ডেস্ক: আজ বিকেল ৩টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয় ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম বীরপ্রতিক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান এবং পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের সাক্ষীরার সমন্বয়ক এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ এমপি, সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালী, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়, যুগ্ম সমন্বয়ক গাজী আব্দুল হামিদ, সদস্যসচিব চৈতন্য কুমার পাল, কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও জাতীয় পার্টির অন্যতম নেতা সরু চৌধুরী প্রমুখ।
সভায় ভবদহ সমস্যার স্থায়ী সমাধান ও বিলকপালিয়া টিআরএম-এর প্রস্তাবিত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মন্ত্রী আনিসুর ইসলাম মাহমুদ বলেন, বিলকপালিয়ায় টিআরএম চালু করার সম্মতি প্রদান করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top