সকল মেনু

দুর্গাপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন, বেসরকারি উন্নয়ন সংগঠন কারিতাস, পপি (সিডস্) প্রকল্প, ডিএসকে, ওয়াই ডব্লিউসিএ‘র আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নৃ-তাত্তিক আদিবাসী অডিটরিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অডিটরিয়ামে ”সংগ্রামে শপথে মানবাধিকার”এই প্রতিপাদ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, পৌর মহিলা কাউন্সিলর বানী তালুকদার, সাংবাদিক তোবারক হোসেন খোকন, ধ্রুব সরকার, নিতাই সরকার, বিজন কৃষ্ণ রায়, আদিবাসী গবেষক স্বপন হাজং, উপজেলা সুজন সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করতে সকলকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে মানবাধিকারের বিষয় গুলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top