সকল মেনু

শিক্ষা-সামাজিক প্রতিষ্ঠান নির্মাণে প্রয়োজনীয় জায়গার অভাব – নানক এমপি

হটনিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, শিক্ষা, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নির্মাণে প্রয়োজনীয় জায়গা না পাওয়ায় জনকল্যাণমুখী প্রতিষ্ঠানকরণে অন্তরায় সৃষ্টি হচ্ছে। বিত্তবান, স্বচ্ছল ও দেশপ্রেমিক মানুষকে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। তিনি আজ মোহাম্মদপুরে পাইওনিয়ার কলেজ ঢাকা আয়োজিত এক নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।কলেজ পর্ষদ সভাপতি মোঃ আলী আজীম খানের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার, এম এ মান্নান, শাহ আলম ও কলেজের অধ্যক্ষ মোঃ নূর হোসেন। জনাব নানক বলেন, বিগত জোট সরকারের আমলে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকা ছিল সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের অভয়ারণ্য, এক অনুন্নত জনপদ। শেখ হাসিনার সরকার এ এলাকায় বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। আজ এটি একটি শান্তি, নিরাপদ, সমৃদ্ধ, শিক্ষাবান্ধব মডেল অঞ্চল। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সৌদি অনুদানে ৮২ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে। তিনি বলেন, ঐতিহাসিক পাইওনিয়ার কলেজের শিক্ষার্থীরা দেশ-বিদেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখছে। তিনি কলেজটির সার্বিক অবকাঠামো ও মানোন্নয়নে প্রয়োজনীয় সহায়তার ঘোষণা দেন।এর আগে জনাব নানক কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top