সকল মেনু

সী পাওয়ার কনফারে›স’এ অংশ নিতে নৌ প্রধানের অস্ট্রেলিয়া গমন

হটনিউজ ডেস্ক: আগামী তিন হতে পাঁচ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য ‘সী পাওয়ার কনফারে›স-২০১৭’ এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি রবিবার (০১-১০-২০১৭) অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। অস্ট্রেলিয়া সফরকালে নৌপ্রধান ‘সী পাওয়ার কনফারে›স-২০১৭’ ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারে›স-২০১৭’ এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-২০১৭  এ অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট , ফ্রান্সের  নৌবাহিনী প্রধান এডমিরাল খ্রিস্টোফে প্রাজুক, মায়ানমার নৌবাহিনী প্রধান এডমিরাল টিন অং সান (অফসরৎধষ ঞরহ অঁহম ঝধহ) এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। উক্ত সরকারি সফরে স্বস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ০৭ অক্টোবর ২০১৭ তারিখে দেশে ফিরবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top