সকল মেনু

পার্বতীপুরে  কেয়ার টেকার গ্রেফতার

রাইসুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) : মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর সার্কেল ও পার্বতীপুর রেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পার্বতীপুর ডাকবাংলোর কেয়ার টেকার আনেয়ার হোসেন কে (৩৮) গতকাল মঙ্গলবার রাতে ফেনসিডিল, ইয়াবা ও ভারতীয় থ্রীপিসসহ গ্রেফতার করেছে। এঘটনায় মঙ্গলবার রাতে পার্বতীপুর রেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর সার্কেল এর পরিদর্শক মোঃ গোলাম রব্বানীসহ ৬ জওয়ান, ৬ ব্যাটালিয়ান আনসার এবং পার্বতীপুর রেল থানার ফাড়ি ইনচার্জ এসআই মোঃ আসলাম হোসেনসহ ৪ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডাকবাংলোর কেয়ার টেকার আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। এসময় ১২পিস ইয়াবা, ২১বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৫টি ভারতীয় থ্রীপিস উদ্ধার করা হয়। গ্রেফতার আনোয়ার হোসেনের পিতার নাম মৃত নূর ইসলাম। বাড়ি শহরের ইসলামপুর মহল্লায়। এব্যপারে জানতে চাইলে পার্বতীপুর রেল থানার ওসি মীর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বহুদিন থেকে ডাক বাংলোতে অবৈধ কারবার চলে আসার অভিযোগ পাচ্ছিলাম। তিনি আরও বলেন, এর সাথে রাঘববোয়াল জড়িত থাকার অভিযোগ আছে। তদন্তে সব জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top