সকল মেনু

এবার প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের পক্ষে গণফ্রণ্ট

হটনিউজ ডেস্ক : এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরাকারের অধীনে একাদশ সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে গণফ্রন্ট। আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এসব প্রস্তাব দেওয়া হয় দলটির পক্ষ থেকে। মতবিনিময় শেষে গণফ্রন্টের চেয়ারম্যান জানান, প্রয়োজনে সমঝোতার মাধ্যমে সে সরকারের প্রধান বর্তমান প্রধানমন্ত্রী হতে পারেন। তবে নির্বাচনকালীন সরকারের কেউ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ।দলটির অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজনে সেনা মোতায়েন করা, নাম ও প্যাড সর্বস্ব, অফিসবিহীন রাতারাতি গড়ে উঠা অনিবন্ধিত দলগুলো যাতে নিবন্ধিত দলের সাথে জোট করতে না পারে সেজন্য একটি নীতিমালা প্রণয়ন; নির্বাচনের অন্তত ছয়মাস আগে নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রধানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া, সীমানা পুনর্বিন্যাস করার জন্য আইনি কাঠামো সংস্কার করা, পাশাপাশি বাস্তবতার নিরিখে আসন সংখ্যা বাড়িয়ে নূন্যতম সংখ্যা ৩৫০/৪৫০টি করা, প্রবাসীদের ভোটার করা, নারী আসনবৃদ্ধি, প্রতি জেলায় একজন নারী সংরক্ষিত আসনে নিয়োগ, ধর্মবিরোধী দলের নিবন্ধন বাতিল ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আর্থিক অনুদানের ব্যবস্থা করা ইত্যাদি। নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি। গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলছে, এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে বসেছে কমিশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top