সকল মেনু

এবার প্রধানমন্ত্রীকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।

প্রেস উইং সূত্র দাবি করেছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে একই অবস্থানের কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সূত্র অনুযায়ী, মিয়ানমার যেন শরণার্থীদের ফিরিয়ে নেয় সেজন্য ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ দিয়ে যাওয়ার কথা বলেছেন সুষমা।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট বেশ কয়েকটি পুলিশ চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে রোহিঙ্গাদের ওপর শুরু হয় হত্যাযজ্ঞ। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়।

মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবে জীবন বাঁচাতে এখন পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top