সকল মেনু

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ প্রয়োজন

টনিউজ ডেস্ক : সম্প্রতি প্রতিবেশী মিয়ানমার থেকে বিপুল সংখ্যক লোকের অনু প্রবেশের কারণে বর্তমানে বাংলাদেশে সৃষ্ট মানবিক সংকটের প্রেক্ষিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ কামনা করেছে। আজ প্রাপ্ত মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, ‘সম্প্রতি সীমান্তের ওপার থেকে আসা বিপুল সংখ্যক মানুষের একটি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ এবং শান্তি ও মানবতার স্বার্থে বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক লোকদের দুঃখ-দুর্দশায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ভিত্তিতে মনোযোগ দেয়া প্রয়োজন।’

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাতিসংঘের উচ্চপর্যায়ের সংস্কৃতি ও শান্তিবিষয়ক ফোরামের সাধারণ বিতর্কে বক্তৃতাকালে এ আহবান জানান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ অধিবেশন কক্ষে গতকাল বৃহস্পতিবার এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বক্তৃতায় তিনি আমাদের পররাষ্ট্র নীতির সার কথায় ‘শান্তির সংস্কৃতি সন্নিবেশিত করার জন্য সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।’ রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু ৪২ বছর আগে জাতিসংঘে দেয়া তাঁর ভাষণে ‘সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরিতা নয়’, ‘বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বর্জন’ ইত্যাদি কথাগুলো বলেছিলেন।‘শান্তির সংস্কৃতি’ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে তাঁর শাসন ও রাজনৈতিক দর্শনের মূল মতবাদ হিসেবে গ্রহণ করেছেন।’

সকালে অনুষ্ঠিত এই বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ পরিষদের সভাপতি পিটার থমাস। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বেটি উইলিয়ামস। বিকেলে অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top