সকল মেনু

রাজধানীর মিরপুরে ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, চলছে র‌্যাবের অভিযান

হটনিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চালাচ্ছে র‌্যাবের সদস্যরা। সোমবার গভীর রাতে এ অভিযান শুরুর পর কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মিরপুর মাজার রোডর‌্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুদ্ধিজীবী কবরস্থানের পাশের একটি ছয়তলা ভবনে রাত ১২টার দিকে র‌্যাব জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানে যায়। এসময় ৪/৫টি বিস্ফোরণ হয়। পরে পুরো ভবনটি ঘিরে ফেলা হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে র‌্যাবের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘ছয়তলা ওই ভবনে দুর্ধর্ষ এক জঙ্গি রয়েছে বলে র‌্যাবের কাছে তথ্য ছিল। র‌্যাব সেখানে অভিযান চালাতে গেলে ভেতরে থেকে প্রথমে তিন/চারটি বোমা নিক্ষেপ করা হয়। পাশাপাশি জঙ্গিরা পেট্রোল বোমাও নিক্ষেপ করে। পরে ভবনের ভেতরে একটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। র‌্যাব পুরো ভবনসহ আশেপাশের এলাকা ঘিরে রেখেছে। অভিযান চলছে।’
অন্যদিকে, মাজার রোডের এক বাসিন্দাও জঙ্গি আস্তানায় বিস্ফোরণের কথা জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আল্লাহ্‌ সহায়! ট্রান্সফরমার বার্স্ট হয়েছে বলে ভেবেছিলাম, এখন দেখি বোমা বিস্ফারণ। আমাদের বেডরুম ধোয়ায় ভরে গেছে। বিকট শব্দে পাশের বিল্ডিংয়ের গ্লাস ভেঙে গেছে। পর পর ৫/৬ টি বোমা ফাটল, পুরো এলাকা র‍্যাব পুলিশ ঘিরে রেখেছে।’

তিনি আরও লেখেন, ‘সম্ভাব্য অভিযানের ভয়ে আমরা ফ্ল্যাটের মাঝখানে অবস্থান নিয়েছি। আন্দাজ করছি পাশের বাড়িতে কিছু একটা হচ্ছে! থেমে থেমে গুলির শব্দ পাচ্ছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top