সকল মেনু

নির্বাচন কমিশন বরাবর এক স্মারকলিপি প্রদান

হটনিউজ ডেস্ক: বিবার সকাল ১১টায় ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-বি ধারা সংশোধন করে শুধু কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যালয় ও গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান ও নিবন্ধনের প্রক্রিয়া সারা বছর চালু রাখার দাবীতে এবং নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতের সম্মতি চেয়ে “রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন”-এর পক্ষে¡ শতাধিক অনিবন্ধিত রাজনৈতিক দলের অংশ গ্রহনে নির্বাচন কমিশন বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশের বাধার মুখে মাত্র ৭ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের সাথে দেখা করে স্বারক লিপি দেন । তখন প্রতিনিধি দলের নেতৃত্ত্ব দেন “রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন”-এর পক্ষে সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ কংগ্রেস-এর চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন এবং বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এছাড়াও জাতীয় ইসলামী জোট ও জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম. আখতারুজ্জামান, তৃণমুল লীগের চেয়ারম্যান মোঃ নুরুল হক ভূইয়া জিতু, বাংলাদেশ জনতা ফ্রন্ট-এর চেয়ারম্যান মোঃ আবু আহাদ আল মামুন (দিপু মীর)। এই সময় নির্বাচন কমিশনের বাহিরে অপেক্ষায় থাকেন বাংলাদেশ ডেমোক্রেটি পার্টির চেয়ারম্যান সামসুল আলম চৌধুরী (সুরমা), বাংলাদেশি আম জনতা ইনসাফ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হাসান, দেশপ্রেমিক নাগরিক পার্টির (ডিএনপি) চেয়ারম্যান আহসান উল্লাহ শামিম, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন, গণ অধিকার দলের (পিআরপি) চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মোল্লা, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-এর চেয়ারম্যান এআরএম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ জনতা ফ্রন্ট-এর চেয়ারম্যান মোঃ আবু আহাদ আল মামুন (দিপু মীর), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান শামসুল হুদা মামুন, বাংলাদেশ গ্রীণ পার্টির চেয়ারম্যান ইঞ্জিঃ মনসুর আহমেদ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, বাংলাদেশ গণমুক্তি পার্টির চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, বাংলাদেশ সামাজিক সাংষ্কৃতিক পার্টির চেয়ারম্যান প্রিন্সিপাল মোঃ জহিরুল হক বশির, বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারপার্সন আফরোজা বেগম হ্যাপী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন-এর চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) চেয়ারম্যান মুফাসসির বাজলুর রহমান আমিনী, হিজবুুল কোরআন-এর আমীর এটিএম ওয়ালীউল্লাহ, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ-এর চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশনের চেয়ারম্যান মুফতি মাসুম বিল্লাহ, জনতা ঐক্য পার্টির চেয়ারম্যান এ্যাড. মোঃ নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশ মঙ্গল পার্টির চেয়ারম্যান কবি জগদীশ বড়ূয়া পার্থ, বাংলাদেশ তৃণমূল কংগ্রেস-এর চেয়ারম্যান মহিউদ্দিন গফফার, বাংলাদেশ নাগরিক লীগের চেয়ারম্যান এ্যাড. মোর্শেদ ভূইয়া, বাংলাদেশ জমিয়াতুল মুসলেমীন-এর চেয়ারম্যান শাহ মোঃ মাহমুদুল হাসান ফেরদৌস, বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান অধ্যক্ষ রফিক উল্যা ভূইয়া, বাংলাদেশ ডেভেলপমেণ্ট পাটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, গণ ঐক্য পাটির চেয়ারম্যান আরমান হোসেন পলাশ, বাংলাদেশ ইমান আকিদা সংরক্ষণ আন্দোলন-এর চেয়ারম্যান মোরশেদ আলম, কৃষক প্রজা পার্টির চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ-এর চেয়ারম্যান মোঃ জিন্নাত আলী খান, জাতীয় মুক্তি আন্দোলন-এর চেয়ারম্যান দার্শনিক জালাল উদ্দিন মজুমদার, বাংলাদেশ জালালী পার্টির চেয়ারম্যান আহমদ চৌধুরী জালালী, বাংলাদেশ বাম ফ্রন্ট-এর চেয়ারম্যান ডাঃ এম এ সামাদ, বাংলাদেশ সোসাইলিস্ট পার্টির চেয়ারম্যান ডাঃ হুমায়ূন চৌধুরী, স্বদেশ পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, বাংলাদেশ জনতা পার্টি-বিজেপির চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আনোয়ার শাহ, তৃণমুল লীগের চেয়ারম্যান মোঃ নুরুল হক ভূইয়া জিতু, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম. আখতারুজ্জামান, গণতান্ত্রিক মুসলিম আন্দোলন-এর চেয়ারম্যান কাজী মেফতাহ উদ্দিন, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর রশিদ, বাংলাদেশ গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ জন দল-বিজেডির মহাসচিব মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী, লিবারেল পাটির মুখপাত্র মোঃ দুলাল মিয়াসহ শতাধিক অনিবন্ধিত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top