সকল মেনু

সড়ক বিভাগের সকল প্রকৌশলীর ছুটি বাতিল

ঈদ উপলক্ষ্যে ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করতে ২৪ ঘণ্টা কাজ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য সড়ক বিভাগের সকল প্রকৌশলীর ছুটি বাতিল করা হয়েছে।
তারা ঈদের দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

মন্ত্রী আজ দুপুরে গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ফোরলেনের প্রকল্প পরিচারক দিলীপ কুমার, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এম নাহিন রেজাসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসময় মন্ত্রী আরও বলেন, বৃষ্টিকে অজুহাত দেখিয়ে সড়ক চলাচলের অনুপযোগী থাকবে তা হবে না। বৃষ্টির কারণে সৃষ্ট অসুবিধা দূর করার ব্যবস্থা আছে। যে কোনো উপায়ে সড়ক চলাচলের উপযোগী রাখা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top