সকল মেনু

মিসকোট করবেন না, সাংবাদিকদের প্রধান বিচারপতি আহ্বান

 পাকিস্তানের উদাহরণ উল্লেখের পর তুমুল বিতর্কের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আদালতে তিনি যা বলেন তার কিছু বিকৃতভাবে আসে গণমাধ্যমে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি। আইনজীবী শান্তি পদ ঘোষ প্রণীত `judicial interpretation’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।

তবে কোন বক্তব্য কবে এবং কীভাবে ভুলভাবে এসেছে, সেটা বলেননি প্রধান বিচারপতি।

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের কাছে আমার একটা আবেদন, আমি প্রকৃতপক্ষে কোনো ইয়ো করি না। আপনারা আমাকে অনেক ইয়ো করছেন। কিন্তু একটু মিসকোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়।’

‘আমি কোর্ট যা বলি তার কিছু ডিস্টোর্টেড (বিকৃত) ইয়ো করা হয়। এতে গিয়ে আমি… বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top