সকল মেনু

চিরিরবন্দরে বিদ্যুৎ স্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত-১

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎ স্পৃষ্টে ২ জনের মৃত্যু ও একজন গুরত্বর আহত হয়েছে। মৃতরা হলেন জয়পুরহাট জেলার সদর উপজেলার নতুনহাট শেখপাড়া গ্রামের মৃত ইয়াছিন শেখের পুত্র মো: আব্দুল খালেক (৩৫) অপরজন হলেন চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত লোকমান হাকিমের পুত্র আব্দুল সামাদ (৪৫) তিনি রানীরবন্দর মহিলা কলেজের পিয়ন হিসাবে কর্মরত ছিলেন। ও আহত হয়েছেন কুড়িগ্রামের মোঃ এরশাদুল ইসলাম হক। গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলার রানীরবন্দর মহিলা কলেজ মাঠে সৌর বিদ্যুতের সংযোগ স্থাপনের জন্য আব্দুল খালেক সোলার টেকনিশিয়ান খুটির উপরে উঠে ও নীচের দু’জন সোলারের খুটি ধরে থাকে। খুটির গোড়ার মাটি নরম থাকায় সোলারের খুটি হেলে পার্শ্ববর্তী বৈদ্যুতিক তারের উপর পড়ে সম্পুর্ন খুটিটি বিদ্যুতায়িত হলে ৩ জনই বিদ্যুত স্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই খালেক মারা যায়। আহত অবস্থায় দু’জনকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে পৌচ্ছার পথে আব্দুল সামাদ মারা যায়। বর্তমানে আহত এরশাদুলের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী ও অফিসার ইনচার্জ মোঃ হারেছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top