সকল মেনু

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ না খেয়ে মরবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার পানি নেমে গেলে বন্যা দুর্গত এলাকায় অন্যান্য অবকাঠামোর কাজ শুরু হবে। আজ রবিবার দিনাজপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হবে। ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ের নামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ওপর জুলুম করা যাবে না। নতুন ফসল না ওঠা পর্যন্ত সরকারের সাহায্য অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এতটুকু বলতে পারি যতক্ষণ আমি আছি ততক্ষণ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ না খেয়ে মরবে না। আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে আমার বাবার মতো আমিও জীবন দিয়ে যাব, এটাই আমার প্রতিজ্ঞা।

শেখ হাসিনা বলেন, আমার বাবা শেখ মুজিবুরের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা। তাই আমি নিজেকে উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তিনি আরো বলেন, সব ক্ষতিগ্রস্ত মানুষ যথাযথ ক্ষতিপূরণ পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top