সকল মেনু

ব্রহ্মপুত্র- যমুনায় এতো পানি আসেনি কখনো

বাংলাদেশের ইতিহাসে বন্যায় রেকর্ড হয়েছে। এবছরের বন্যার পানি দেশের সব অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। এবছর ব্রহ্মপুত্র- যমুনার বাহাদুরাবাদ পয়েন্টের পানি বিপদসীমার ১২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতীতের রেকর্ডের চেয়েও যা ৪ সেন্টিমিটার বেশি।

সোমবার দুপুর মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম।

তিনি বলেন, আগামী ৭২ ঘন্টায়  বন্যা কমার সম্ভাবনা নেই। এই অবস্থা অপরিবর্তীত থাকবে।

গত কয়েক দিন ধরেই দেশের প্রধান প্রধান নদ নদী বইছে বিপদসীমার ওপরে। বিশেষ করে উত্তরাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দিনাজপুরে পানিতে ডুবে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বেশ কিছু শহরে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের প্রধান প্রধান নদ নদী ২৭টি পয়েন্টে বইছে বিপদসীমার ওপরে।  আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারার পানি বাড়বে বলেও জানানো হয়েছে।

জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা বিপদসীমার ১১৮ সেন্টিমিটার, কাজীপুরে ১০০ সেন্টিমিটার, গাইবান্ধার বদরগঞ্জে যমুনাশ্বরী ১২৬ সেন্টেমিটার, সুরমা নদী সুনামগঞ্জে ৯১ সেন্টিমিটার, গোয়ালন্দ পয়েন্টে পদ্মা ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বিপদসীমা সবচেয়ে বেশি অতিক্রম করেছে কংস। নেত্রকোণার জারিজঞ্জাইল পয়েন্টে এই নদী বইছে বিপদসীমার ১৮১ সেন্টিমিটার ওপর দিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top