সকল মেনু

চিরিরবন্দরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করছেন উপজেলা প্রশাসন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: তিন দিনের টানা অবিরাম বৃষ্টিতে দিনাজপুর চিরিরবন্দরের ড়া,আত্রাই,বেলান,ইছামতি নদীর তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় শনিবার দুপুর থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন ক্ষতিগ্রস্থরা।
আজ রবিবার চিরিরবন্দরে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ করছেন চিরিরবন্দর উপজেলা প্রশাসন। বিকেলে উপজেলায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করে পানিবন্দি মানুষের মাঝে ত্রান হিসেবে নগদ টাকা, চাউল ও শুকনো খাবার বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মশিয়ার রহমান বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান ২ হাজার পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে । পরবর্তীতে ত্রান বিতরন বন্যাদুর্গতদের মাঝে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top