সকল মেনু

দুর্গাপুরে যুব ফোরাম নির্বাচন অনুষ্ঠিত

বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর(নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুের বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইউবিআর প্রকল্পের আয়োজনে ডিএসকে মাতৃসদন হাসপাতালে ইউবিআর উপজেলা যুব ফোরাম নির্বাচন-১৭ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

সকাল দশটায় প্রাক্তন যুব ফোরামের সহসভাপতি এম এইচ নয়ন এর সভাপতিত্বে যুব সমাবেশ ও প্রার্থী পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ইউবিআর প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী, ট্রেনিং এন্ড এডভোকেসী অফিসার ধ্র“ব সরকার, এসআর এইচআর ট্রেইনার রুপক সরকার,সভাপতি প্রার্থী মেহেরোজা আক্তার তানিয়া, সাধারন সম্পাদক প্রাথী জুবাইদ ইবনে আজিজ রাতুল,সম্মানিত সদস্য প্রার্থী,রেখা রানী হাজং প্রমুখ। সভা শেষে দুপুর বারটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ১৬৩ জন ভোটারের ভোটগ্রহনের মধ্য দিয়ে ছয় সদস্যবিশিষ্ট কমিটি প্রকল্পের ৩টি প্রধান কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সভাপতি-০২ জন,সহসভাপতি হিসেবে-০২ জন,সাধারন সম্পাদক পদে ০২ জন, সম্মানিত সদস্য পদে-০৪ জন মোট ১০ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে অংশগ্রহন করেছেন।

ভোট গ্রহন শেষে সভাপতি পদে মোঃ মজিবুর রহমান নয়ন(চশমা) প্রতীক নিয়ে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন,সহসভাপতি পদে শরীফা আক্তার রিয়া (লেপটপ) প্রতীক নিয়ে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন,সাধারন সম্পাদক পদে তানজিরা আক্তার মীম (বই) প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন,সম্মানিত সদস্য রুয়েল আহম্মেদ(ছাতা) প্রতীক নিয়ে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন, উম্মে সালমা সুমি(হাঁস) প্রতীক নিয়ে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন, মোঃ আলআমিন (মোবাইল সেট) প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ব্যাপারে ইউবিআর প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী বলেন, উৎসবমুখর পরিবেশ ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় যুবরা স্ব-স্ব পছন্দের প্রাথীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং উক্ত পরিষদ অত্র উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে বাল্যবিবাহ, ইভটিজিং, যৌন হয়রানি, যৌন নির্যাতন মাদকাশক্তি রোধ, বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top