সকল মেনু

শাহজালাল বিমানবন্দরে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে এয়ার ইন্ডিয়ার অফিসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের অপারেটর ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুন লাগার ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা সাহা  বলেন, ‘আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস কাজ করছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

এএপিবিএন’র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ উস সাদিক বলেন, ‘দুপুর ১টা ২৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে ধোঁয়া রয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top