সকল মেনু

ঐতিহাসিক স্থাপনার প্রেজেন্টেশন দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুরান ঢাকাসহ রাজধানীর ৯৩টি ঐতিহাসিক স্থাপনা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঐতিহাসিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থাসহ সার্বিক দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ, সংস্কার ও কিছু স্থাপনা ভেঙে নতুন করে করাসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। এ সময় অন্যন্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top