সকল মেনু

এইচএসসিতে পাশের গড় হার ৭৪.৩০ শতাংশ

result-0320130803045951হটনিউজ২৪বকিডি.কম,নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ৩ আগষ্ট: উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাশের গড় হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন পরীক্ষার্থী। এ বছর পাশ করেছে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ পরীক্ষার্থী । শনিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সকল শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন। 
ঢাকা বোর্ডে পাশের হার ৭৪ দশমিক ০৪ শতাংশ। চট্টগ্রামে পাশের হার ৬১ দশমিক ২২ শতাংশ । এ বোর্ডে জিপিএ-৫ পেযেছে ২ হাজার ৭৭২ জন। বরিশাল বোর্ডে পাশের হার ৭১ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৫৩ জন। কুমিল্লা বোর্ড পাশের হার ৬১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯০ জন। সিলেট বোর্ড পাশের হার ৭৯ দশমিক ১৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৩৫ জন। যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৭৬ দশমিক ৬৯ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭ দশমিক ৬৯ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাশের হার ৭১ দশমিক ৯৮ শতাংশ। কারিগরি বোর্ড পাশের হার ৮৫ দশমিক ০৩ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ।
সকাল ১০টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top