সকল মেনু

ঢাকা ওয়াটার কনফারেন্সে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

হটনিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশ আসন্ন ঢাকা ওয়াটার কনফারেন্স ২০১৭ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ কনফারেন্সকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বিগত দিনে অনুষ্ঠিত সকল আন্তর্জাতিক ইভেট অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে নির্বিঘ্নে আয়োজনে সক্ষম হয়েছে। আসন্ন ঢাকা ওয়াটার কনফারেন্সও পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি সফলভাবে কনফারেন্স আয়োজনে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

আইজিপি বলেন, সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশী অতিথিরা যাতে বাংলাদেশ সম্পর্কে ভাল ধারণা নিয়ে যেতে পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সভায় এআইজি (কনফিডেন্সিয়াল) মোঃ মনিরুজ্জামান জানান, সম্মেলন উপলক্ষে আগত অতিথিদের এয়ারপোর্টে গমনাগমন, হোটেলে অবস্থানকালে এবং সম্মেলনস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। সম্মেলনস্থলে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সম্মেলনস্থলে আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি করা হবে।

সভায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক ডিআইজি মেজবাহ্ উদ্দিন, নৌ পুলিশের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্) ব্যারিস্টার মাহবুবুর রহমান, সিটি এসবির ডিআইজি মল্লিক ফখরুল ইসলামসহ পররাষ্ট্র ,স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ডিজিএফআই এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা ওয়াটার কনফারেন্স আগামী ২৮-৩০ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে। কনফারেন্সে বিশ্বের ২৮টি দেশের প্রায় একশ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top