সকল মেনু

বিএসএফ’র হাতে আটক কৃষককে ফেরত দিয়েছে

imagesকাঞ্চন কুমার,কুষ্টিয়া থেকে:কুষ্টিয়ার দৌলতপুরের মুন্সিগঞ্জ সীমান্ত থেকে দিপু মন্ডল (৩২) নামে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রায় ৭ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে বিএসএফ’র হাতে আটক ওই কৃষককে ফেরত দেওয়া হয়। স্থানীয় বিজিবি সূত্র জানায়, মুন্সিগঞ্জ গ্রামের নজু মন্ডলের দিপু মন্ডল সীমান্তের ১৫৩-১(এস) সীমান্ত পিলার সংলগ্ন তাদের আবাদী জমিতে ঘাস কাটার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কৃষান ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে নিজ ক্যাম্পে আটকিয়ে রাখে। বিএসএফ’র হাতে বাংলাদেশী কৃষক আটকের খবর পেয়ে ৩২বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মুন্সিগঞ্জ আশ্রয়ন বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুল মালেক এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আটক কৃষককে ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রেরন করে। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সীমান্তের ১৫৩-৯(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ আশ্রয়ন বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুল মালেক এবং বিএসএফ’র পক্ষে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া মেঘনা ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর অখিল কুমার। পতাকা বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক কৃষককে ফেরত দেওয়া হয়। তবে বিএসএফ দাবি করেছে তাদের হাতে আটক কৃষক অবৈধ ভাবে ভারত ভূ-খন্ডে অনুপ্রবেশ করে ভারতীয় নাগরিকদের আবাদী ফসল কাটার সময় তাকে ধরা হয়। এদিকে বিএসএফ’র ফেরত দেওয়া কৃষককে ওইদিন রাতেই মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top