সকল মেনু

আন্ত:নগর পারাবত ট্রেনের যাত্রাবিরতি শুরু

download (1)মৌলভীবাজার প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আওয়ামীলীগের উপর জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে ভিশন ২০২১ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। চিফ হুইপ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ভানুগাছ রেলস্টেশনে আন্ত:নগর পারাবত ট্রেনের যাত্রাবিরতির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শেষে তাঁকে দেওয়া এক বিরাট নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা মুকি্তাযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন প্রমুখ।

কমলগঞ্জবাসীর দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্ন আন্ত:নগন পারাবত ট্রেনের যাত্রাবিরতিতে (স্টপেজ ব্যবস্থায়) বিশেষ অবদান রাখায় শুক্রবার দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে এ জনপদের আধুনিক যোগাযোগ ব্যবস্থার রুপকার জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি আরো বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনের প্রাণের দাবী আন্ত:নগর পারাবত ট্রেনের যাত্রাবিরতি আজ শুরু হলো। ভানুগাছ রেলস্টেশনের আধুনিকায়নের কাজ চলছে। এ স্টেশন একটি অত্যাধুনিক মডেল স্টেশন হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top