সকল মেনু

সুন্দরবনের বনজ সম্পদ পাচার রোধে সতর্কতা ব্যবস্থা গ্রহণ

images (5)খুলনা প্রতিনিধি:দকে সামনে রেখে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে বনজ সম্পদ পাচার রোধসহ যে কোন ধরনের নাশকতা প্রতিহত করতে বন বিভাগের পক্ষ থেকে বাড়তি সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ মৌসুম টার্গেট করে যাতে কোন ভাবেই পাচারকারী চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি না পায় সে জন্য এ রেঞ্জে বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়াসহ বন রক্ষীদের ঈদকালীন ছুটি সীমিত করে টহল ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপাই রেঞ্জ হেড কোয়ার্টারে রেঞ্জের ৪টি ষ্টেশন ও ১৯টি ক্যাম্প কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। চাঁদপাই রেঞ্জে সহকারী বন সংরক্ষক মো: খলিুলর রহমান বলেন, শুক্রবার থেকে ঈদের ৭দিন পর পর্যন্ত এ সতর্কতা ব্যবস্থা জারি থাকবে। যাতে কেউ বনে প্রবেশ করে গাছ পাচার, বাঘ ও হরিণসহ বন্যপ্রাণী নিধন করতে না পারে সে জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top