সকল মেনু

মোবাইল ট্র্যাকিংয়ে অবস্থান খুলনার নিউমার্কেট এলাকা: উদ্ধারকার্যে একাধিক টিম

খুলনা্ প্রতিনিধি: ঢাকা থেকে অপহৃত বিশিষ্ট কবি ফরহাদ মজহারের অবস্থান এখন খুলনার নিউমার্কেট এলাকার আশেপাশে বলে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই এলাকার আশেপাশের এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং র‌্যাবের একাধিক দল। সেই সঙ্গে তল্লাশি চলছে বিভিন্ন গাড়িতে। খুলনা নগর ডি‌বির সহকারী কমিশনার এ এম কামরুল ইসলাম বলেন, ‘নগরীর সকল প্র‌বেশ প‌থে বি‌ভিন্ন যান বাহনে তল্লাশি চালা‌নো হ‌চ্ছে। সবশেষ তার অবস্থান খুলনার নিউ মা‌র্কেট এলাকার আশেপা‌শে পাওয়া যা‌চ্ছে। তাকে উদ্ধারে গো‌য়েন্দা টিমসহ একা‌ধিক দল কাজ কর‌ছে।’

ফরহাদ মজহারকে অপহরণ করে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তার মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করে। আর এই ট্র্যাক করতে গিয়েই খুলনায় তার অবস্থান শনাক্ত হয় বলে জানিয়েছে খুলনা পুলিশের একাধিক কর্মকর্তা।

 

খুলনা মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, বিকাল চারটার দিকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফরহাদ মজহারের মোবাইল ফোনের অবস্থান খুলনায় বলে তারা নির্দিষ্ট করতে পেরেছে।

এরপর র‌্যাব-৬ এবং ডিবি পুলিশ বিভিন্ন পয়েন্টে তল্লাশি শুরু করে। এর মধ্যে র‌্যাব-৬ একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান এখনও শুরু হয়নি।

এর আগে, সোমবার ভোর চারটার দিকে ফরহাদ মজহার একজন পরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।এরপর থেকে আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় আদাবর থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানানোর পর পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে।

এদিকে, ফরহাদ মজহারের ঘনিষ্ঠ ও চিন্তা পাঠচক্রের অন্যতম এক সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কবি ফরহাদ মজহারকে সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে অপহরণ করা হয়েছে। তিনি বাসা থেকে ভোর পাঁচটা ছয় মিনিটের দিকে বের হন। পরে পাঁচটা ২৯ মিনিটে স্ত্রী ফরিদা আখতারকে ফোন করে ভয়ার্ত কণ্ঠে বলেন- ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আমাকে মেরে ফেলবে’। এরপর ফরহাদ মজহারের ফোন বন্ধ হয়ে যায়।’

তিনি বলেন, ‘পরে সকাল সাড়ে ছয়টার দিকে একই নম্বর থেকে ফোন থেকে ফরিদা আখতারের কাছে ৩৫ লাখ টাকা চাওয়া হয়। এভাবে কয়েকবার ফোন করা হয়। পরে ফরহাদ মজহারকে অপহরণের বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হয়।’

তিনি আরো বলেন, ‘বাসার ভিডিও ফুটেজেও দেখা গেছে, ফরহাদ মজহার নেমে যাচ্ছেন। এ বিষয়ে রাজধানীর আদাবর থানায় ঘটনাটি জানানো হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান প্রথমে মানিকগঞ্জ ও পরে মাগুরায় পেয়েছে বলে আমাদের জানিয়েছেন। পাটুরিয়া ফেরিঘাট দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top