সকল মেনু

কুড়িগ্রামে কৃতী মেধাবী সম্মিলন অনুষ্ঠিত

 কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মেধাবী ও সম্ভাবনাময় তরুনদের উৎসাহিত করার লক্ষ্যে তরুন কৃতী সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে কলেজ মোড়স্থ সাধারণ পাঠাগার চত্ত্বরে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কুড়িগ্রাম সাধারণ পাঠাগার এ সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করে। সম্মিলনে ৩৫তম বিসিএস ক্যাডারের ৩৬ জনসহ ৮৮ জন বিভিন্ন ক্যাডার ভুক্ত কুড়িগ্রাম জেলার কৃতী মেধাবীদের সংবর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ।কৃতী মেধাবীদের পক্ষে বক্তব্য রাখেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, লালমনিরহাট কলেজের প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা কুড়িগ্রাম জেলাকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার জন্য আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top