সকল মেনু

এনবিআর চেয়ারম্যান অবশেষে বাজেট নিয়ে মুখ খুললেন

হটনিউজ ডেস্ক : বাজেট নিয়ে টানা সমালোচনায় বিদ্ধ হয়েছেন অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অথচ এ সময়ে অনেকটা নিশ্চুপ ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। অবশেষে তিনি মুখ খুললেন। আবগারি শুল্ক ও ভ্যাট আইন বাদ দিয়ে ২০১৭-১৮ অথর্বছরের বাজেট পাসের পর শুক্রবার এনবিআর চেয়ারম্যান নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদের নির্দেশনা অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বাস্তবায়ন হবে।’

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন সকল সংস্থার প্রধানদের সঙ্গে ২০১৭-২০১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি  স্বাক্ষর অনুষ্ঠান শেষে নজিবুর রহমান বাজেট নিয়ে কথা বলেন।

এ সময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র এই সচিব বলেন, ‘সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগ রাজস্ব আদায় করবে।’

তিনি বলেন, ‘আইন সংস্কারের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে অধিকতর করদাতাবান্ধব, ব্যবসাবান্ধব ও গণমুখী করা হবে। কাস্টমস আইন, ২০১৭ প্রণয়ন করা হবে। একই সঙ্গে প্রত্যক্ষ আয়কর আইনের খসড়া চূড়ান্ত করা হবে।’

নজিবুর রহমান বলেন, ‘আসছে অথর্বছরে বিকল্প বিরোধ নিষ্পত্তি অধিকতর কার্যকর, সকল অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখা, আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগে অনলাইন কার্যক্রম অধিকতর সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ ডিজিটাল এনবিআর গঠন করা হবে।’

এছাড়া কর ও ভ্যাট ফাঁকি, শুল্ক অবমূল্যায়ন ও মুদ্রা পাচার রোধে সক্রিয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুদক, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অন্যান্য সংস্থাসমূহের সঙ্গে ঘনিষ্ঠ পার্টনারশিপ জোরদার করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে আয়কর, শুল্ক ও ভ্যাট বিষয়ক সহযোগিতা সম্প্রসারণ, মামলা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব সুরক্ষা ও অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন; স্বল্প আয়ের মানুষ বিশেষত: নারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক ও প্রতিবন্ধী নাগরিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতকল্পে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহ প্রদান এবং ঘাটতি বাজেটে অর্থায়ন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে এনবিআর।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top