সকল মেনু

শেখ হাসিনার সরকারই হবে আগামী নির্বাচনে সহায়ক সরকার

কুমিল্লা প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্বাচনের পুরো দায়িত্ব পালন করবেন এবং ওই সময়ে শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। আজ মঙ্গলবার কুমিল্লায় গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। সংবিধানে যেভাবে সেনাবাহিনীর ভূমিকা নির্ধারিত আছে, ঠিক সেভাবেই সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘একসময় যা স্বপ্ন ছিল, তা এখন বাস্তবে পরিণত হচ্ছে। গোমতী, মৌটুপি, শিবপুর ও হাদিরখাল এ চারটি সেতুর নির্মাণকাজ প্রায় শেষ। এখন শুধু ঢাল ও ফিনিশিংয়ের কাজ বাকি। আগামী জুলাই মাসেই এসব সেতু চালু হবে। সেতুগুলো নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ২৯ কোটি টাকা।’

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের এমপি মো. আমির হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সওজ বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top