সকল মেনু

এবার উদ্বেগ কাটিয়ে ৩৩ বিলিয়ন ডলারের রেকর্ড রিজার্ভ

 হটনিউজ ডেস্ক : এবার সব উদ্বেগ উৎকন্ঠা কাটিয়ে রেকর্ড গড়েছে দেশের রিজার্ভ ভাণ্ডার। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক শূন্য ১৮ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ। এ পরিমাণ অর্থ দিয়ে প্রায় ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রফতানিতে প্রবৃদ্ধি, বিদেশি ঋণ ও রেমিট্যান্স প্রবাহ বজায় থাকায় রিজার্ভ বাড়ছে।

এর আগে, গত বছরের নভেম্বরে রিজার্ভ ৩২ বিলিয়নের ঘর অতিক্রম করে। রেমিট্যান্স ভাটার কারণে ৩২ থেকে ৩৩ বিলিয়নে আসতে সময় লাগল প্রায় ৭ মাস। গত বছরের একই দিনে রিজার্ভ ছিল ২ হাজার ৯৮৭ কোটি ডলার। এ হিসাবে গত এক বছরে রিজার্ভ বেড়েছে শূন্য দশমিক ৭ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) দেশে তিন হাজার ১৭৯ কোটি ডলারের রফতানি আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১১৩ কোটি ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ বেশি। আর এপ্রিল পর্যন্ত আমদানি বেড়েছে ১১ দশমিক ৭৪ শতাংশ। রফতানির তুলনায় আমদানি ব্যয় বাড়লে রিজার্ভ কমার কথা। তবে আমদানি দায়ের উল্লেখযোগ্য অংশ এখন মেটানো হচ্ছে বিদেশ থেকে ঋণ নিয়ে। এর বাইরে প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়ে রিজার্ভ বাড়ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top