সকল মেনু

ব্রাসেলসে সন্ত্রাসী হামলা রুখতে ১ ব্যক্তিকে পুলিশের গুলি

হটনিউজ ডেস্ক : ব্রাসেলসে সন্ত্রাসী হামলা রুখে দিতে গিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ করেছে নিরাপত্তা বাহিনী। বিবিসি তাদের প্রকাশিত এক খবরে জানায় ব্রাসেলসের কেন্দ্রীয় স্টেশনে এ ঘটনা ঘটে। এ স্টেশান শহরটির প্রধান তিন টার্মিনালের একটি।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, স্টেশানের ভিতরে এক ব্যক্তির পরিধানের বিস্ফোরক বেল্ট নিষ্ক্রিয় করেছে নিরাপত্তা বাহিনীর সৈন্যরা। স্টেশন এবং শহরের প্রধান সড়ক দ্য গ্রান্ড প্লেসে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

পুলিশের একজন মুখপাত্র জানান, ‘স্টেশনে একটি দুর্ঘটনা ঘটে। সে সময় একজন ব্যক্তিকে বিস্ফোরকসহ শনাক্ত করা হয় যাকে পরবর্তীতে নিরাস্ত্র করা হয়েছে। তবে আর কোন হতাহতের ঘটনা ঘটেনি।’

২০১৬ সালের মার্চে ব্রাসেলসের এয়ারপোর্টে এবং মেট্রো স্টেশনে এক সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হয়। পরবর্তীতে জঙ্গি গোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top