সকল মেনু

লন্ডন হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

হটনিউজ ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনে পথচারী মুসল্লিদের ওপর ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ব্যক্তি প্রবাসী বাংলাদেশি বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। সুলতান আহমেদ নামের এক ব্যক্তি জানিয়েছেন, তার চাচাও ঘটনাস্থলে ছিলেন।

সুলতান বলেন, আমার চাচা মসজিদ থেকে বের হয়ে সামনে যাচ্ছিলেন। এ সময় তার সামনের একজন প্রবীণ মুসল্লি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনা দেখে অন্য মুসল্লিরা তাকে সাহায্য করতে এগিয়ে যান। ঠিক সেই সময়েই মুসল্লিদের ওপর কাভার্ড ভ্যানটি চালিয়ে দেয়া হয়।

অতর্কিত এ হামলায় ঘটনাস্থলেই ওই প্রবীণ নিহত হন। এছাড়া আরও অন্তত দুজন মুসল্লি মারাত্মকভাবে আহত হয়েছেন।

সুলতান তার চাচার বরাত দিয়ে জানান, ঘটনার সময় হামলাকারী গাড়িচালক ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই’ বলেও চিৎকার করছিল।

টেলিগ্রাফ আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার সময় কাভার্ড ভ্যানটি রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল। নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার পরপরই গাড়িটি তাদের ওপর চালিয়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলা চালানো ওই ভ্যানটি নামাজ শেষ করে লোকজন বের হওয়ার অপেক্ষায় বেশ কিছুক্ষণ ধরেই রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল।

মসজিদ ছাড়ার পর তার চাচার চোখের সামনেই ভ্যানটি মুসল্লিদের ওপর উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে প্রবীণ ওই বাংলাদেশি মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানায়, তিনি (নিহত ব্যক্তি) রোববার সন্ধ্যায় ইফতার শেষে মাগরিবের নামাজ পড়তে ওই মসজিদে গিয়েছিলেন। সেখান থেকে তারাবির নামাজ শেষে ফেরার পথে মুসলিম বিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারান।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আল জাজিরা জানিয়েছে, মুসল্লিদের ওপর হামলার ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম কমান্ড।

পবিত্র রমজান মাসে মুসল্লিদের ওপর এ হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। সংগঠনটি যুক্তরাজ্যের মসজিদগুলোতে অতিরিক্ত নিরাপত্তার আহ্বান জানিয়েছে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) বলেছে, মুসল্লিদের ওপর উদ্দেশ্যমূলকভাবে একটি ভ্যান তুলে দেওয়া হয়েছে। সংস্থাটি ব্রিটেনের সর্বত্র মসজিদ ঘিরে অতিরিক্ত নিরাপত্তা দাবি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top