সকল মেনু

মাশরাফির দল দেশে ফিরেছেন

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে ইতিহাসই গড়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই আসরে সেমিফাইনালে ভারতের কাছে হেরে থেমে গেছে টাইগারদের স্বপ্নযাত্রা। এর ফলে প্রাপ্তি-অপ্রাপ্তির মিশ্র অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরেছে মাশরাফিবাহিনী।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইংল্যান্ডের বার্মিংহাম থেকে দুবাই হয়ে ঢাকায় পা রেখেছে মাশরাফি বিন মুর্তজার দল।

ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে গত ২৭ এপিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সাসেক্সে ৯ দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ উড়াল দেয় আয়ারল্যান্ডে। সেখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে বাংলাদেশ। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয় লাল-সবুজ জার্সিধারীরা।

২০০৬ সালের পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থেকে বাংলাদেশ পায় মিনি বিশ্বকাপে খেলার টিকেট। পরের গল্পটুকু সাফল্যের। প্রথমবারে মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে খেলে টিম বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে বাংলাদেশ ‘অসহায় আত্মসমর্পণ’ করলেও সেমিফাইনালে ওঠায় ক্রিকেট বিশ্বের সম্মান পেয়েছে।

২০০৫ সালের মতো এবারও কার্ডিফে রূপকথার আরেকটি গল্প রচিত করে টাইগাররা। অস্ট্রেলিয়ার পর কার্ডিফে বধ তাসমান সাগরের পূর্ব পাড়ের দল নিউজিল্যান্ড। যে জয়ে বাংলাদেশ পায় সেমিফাইনাল খেলার সুযোগ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া সত্যিই গর্বের।

সেরা আটের লড়াইয়ে সেরা চারে উঠে মিশন শেষ করেছে বাংলাদেশ। শেষটা আরেকটু রঙিন হলেও হতে পারত। হয়নি, তবে আশাহত হওয়ার কিছু নেই! আইসিসি টুর্নামেন্টে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীদের জন্য এ এক নতুন ইতিহাস, সাফল্যের মুকুটে নতুন এক পালক। নতুন দিগন্তের সূচনা হয়েছে। এবার বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পালা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top