সকল মেনু

এবার বড় ব্যবধানে এগিয়ে লেবার পার্টি, প্রশ্নবিদ্ধ থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের সাধারণ নির্বাচনে স্থানীয় সময় রাত সাড়ে বারোটা থেকে এ পর্যন্ত ৭৪টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। বুথ ফেরত জরিপ মিথ্যে প্রমাণ করে এতে= বিপুণ ব্যবধানে এগিয়ে রয়েছে জেরেমি করবিনের লেবার পার্টি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭৪ আসনের মধ্যে লেবার পার্টি পেয়েছে ৪৯টিআসন। বিপরীতে কনজারভেটিভরা পেয়েছে ২৫টি।  বুথ ফেরত জরিপ ভিন্নআভাস দিয়েছিল। ফলাফলের এই বাস্ত্ববতায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন থেরেসা মে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top